অত্র ইউনিয়নের পূর্বপ্রামেত্ম মহালছড়ি উপজেলার সীমানায় দেবতা পুকুর নামে কালো পাহাড়ের সর্বোচ্চ চুড়ায় একটি পুকুর রয়েছে। পুকুরটি দৈর্ঘ্য ৫০০গজ প্রস্থ ৫০ গজ। কথিত আছে যে ঐ পুকুরে নাকী পুর্বে আশে-পাশে কোন পরিবারের বড় ধরনের খাবারের ব্যবস্থা বা আয়োজন করে থাকলে তাহলে ঐ পুকুরে গিয়ে থালা বাসন-চামচ যা কিছু প্রয়োজন তাহা হাওলাত চাইলে তার পরের দিন পুকুরে পাড়ে রেখে দেয়। আয়োজন শেয়ে আবার একই স্থানে জিনিসগুলো রেখে দিতে হয়। এমতাবস্থায় কোন লোক নাকী যথারীতি ফেরৎ দেয় নাই। এর পর থেকে এ রেওয়াজ বন্ধ হয়ে যায়। এ পুকুরের পানি সব সময় একই মাত্রায় থাকে। পানি বাড়ে না বা কমেও না। পাহাড়ে চুড়ায় এমন পুকুরটি এলাকাবাসী একটিকে পবিত্র দেবতার পুকুর বলে পূজা অর্চণা করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস